ফ্রান্সের যাত্রার শুরুটা ভালোই হলো। ২-০ গোলের জয় পেয়েছে তারা। যার একটি গোল কিলিয়ান এমবাপ্পে ও অন্য গোলটি মাইকেল অলিস করেছেন। এই ম্যাচের গোল দিয়েই থিয়েরি অঁরিকে ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।
অঁরি কিংবদন্তি ফুটবলার। ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচ খেলে ৫১ গোল করেন তিনি। তাকে ধরতে এমবাপ্পের লেগেছে মাত্র ৮৯ ম্যাচ, ম্যাচপ্রতি গোল ০.৫৬টি। শুধু অঁরিই না, এমবাপ্পে বাদে ফ্রান্সের জার্সিতে যার পঞ্চাশোর্ধ্ব গোল আছে, সেই অলিভার জিরুদও খেলেছেন একশর বেশি ম্যাচ।
আরও পড়ুন: ফ্রান্সের হয়ে খেলতে নেমে চোট দেম্বেলের, ক্ষুব্ধ পিএসজি
জিরুদ ২০১১ সালে অভিষেক হওয়ার পর ২০২৪ সাল পর্যন্ত ১৩৭ ম্যাচে ৫৭ গোল করেন। তাকে ছাড়িয়ে যেতে এমবাপ্পের মাত্র ৭টি গোল দরকার। একশ ম্যাচ খেলার আগেই যে এমবাপ্পে সেই জায়গাটিতে গিয়ে বসবেন, সেটা বলাই যায়।
সর্বোচ্চ গোলদাতা হলে এমবাপ্পে দীর্ঘদিন রেকর্ডটা দখলে রাখতে পারবেন। কারণ সক্রিয় ফুটবলারদের মধ্যে কারোরই ফ্রান্সের জার্সিতে ১০টি গোলও নেই। ফ্রান্সের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ ৪৪ গোল করা অ্যান্তোনিও গ্রিজম্যান গত বছরই অবসর নিয়েছেন, ৩৭ গোল করা করিম বেনজেমা নেন ২০২২ সালে।