৯৯৯ ফোন: ৩০০ ফিট থেকে ছিনতাইকৃত গাড়ি উদ্ধার

১ সপ্তাহে আগে
৯৯৯ নম্বরের ফোন পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে ছিনতাইকৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর  গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) রাত ১১টার দিকে পূর্বাতুল ইসলাম ডিউক নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে তার ব্যক্তিগত গাড়িটি অস্ত্রের মুখে কয়েকজন ব্যক্তি ছিনতাই করে নিয়ে গেছেন। সাদা রঙয়ের টয়োটা এক্স ফিল্ডার গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২৩-৫৫০৫।

 

ডিউক জানান, গাড়িটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে সর্বশেষ লোকেশন দেখা যায় রূপগঞ্জ থানাধীন ‘আল্লাহ ভরসা সিএনজি স্টেশন’।

 

আরও পড়ুন: ছিনতাইয়ের কবলে ব্যাংক কর্মকর্তা, ৯৯৯-এ ফোনে ৩ ছিনতাইকারী আটক

 

কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. মহিদুল ইসলাম। কনস্টেবল মহিদ তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও রূপগঞ্জ থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান।

 

ডিউক এবং উদ্ধার সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই উদয়কুমার এবং মনিটরিং করছিলেন ৯৯৯ ইন্সপেক্টর জিয়াউল করিম।

 

৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানাগুলো উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মদনপুর থেকে রাস্তার পাশে থামানো অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান। পরবর্তী আইনি প্রক্রিয়া এবং ছিনতাইকারীদের গ্রেফতারের তৎপরতা চলমান রয়েছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন