বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আবদুস সালামের হস্তক্ষেপে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে এই কমিটি বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আজকে নওগাঁয় আমাদের রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে সেখানেই আব্দুস সালাম সাহেবের সঙ্গে সবাই বসে এই সিদ্ধান্ত (কমিটি বাতিল) নেয়া হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলি বর্ষণের ভিডিও ভাইরাল
এর আগে গত ১০ জুন আগের কমিটি বিলুপ্ত করে অধ্যক্ষ আব্দুল দাইয়ান মঞ্জুকে আহ্বায়ক এবং জিয়াউর রহমান জিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থান উদযাপন করবে বিএনপি
কমিটি ঘোষণার পর থেকেই আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সদস্য সচিব জিয়াউর রহমান জিয়াসহ একাধিক নেতার আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবিসহ নানান বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলা বিতর্কিত নেতাদের পদ দেওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগও দেন স্থানীয় নেতারা।
এ বিষয়ে ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আব্দুল হাকিম খান বলেন, ভুল ব্যাখা দিয়ে আগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে বিতর্কিতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রে অভিযোগ দেয়ার পর আওয়ামী লীগের সময় তাদের ছবি ও ভিডিও দেখে আশ্চর্য হয়েছে। আজকে বাতিল করা হয়েছে। আমরা চাই বিগত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি করা হোক।
]]>