৮ মাস পর হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

৪ সপ্তাহ আগে
প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ভারতের বিহার রাজ্য থেকে দুটি ট্রাকে কাঁচামরিচ নিয়ে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি কার্যক্রম শুরু হয়।


এই চালান আমদানি করেছে বগুড়ার এনপি এন্টারপ্রাইজ এবং হিলির সততা বাণিজ্যালয় নামের দুটি প্রতিষ্ঠান।


কাঁচামরিচ আমদানিকারকদের পক্ষ থেকে জাবেদ হোসেন রাসেল বলেন, ‘প্রতি বছর বর্ষায় প্রাকৃতিক দুর্যোগে দেশের কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়। এ বছরও ব্যাপক ক্ষতির কারণে বাজারে মরিচের দাম বেড়ে যায়। বাজারে স্থিতিশীলতা আনতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর আজ প্রথমবারের মতো ভারত থেকে কাঁচামরিচ হিলি বন্দরে এসেছে।’


হিলি বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘গত বছরের ১৫ নভেম্বরের পর এই প্রথম হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হলো। আজ দুইটি ট্রাকে মোট ১০ টন ৫২০ কেজি কাঁচামরিচ এসেছে।’


আরও পড়ুন: অতিবৃষ্টি-গরমে মরিচের ফলনে ধস, মানিকগঞ্জে দিশেহারা কৃষক


হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, প্রতিকেজি কাঁচামরিচ আমদানিতে সরকারকে প্রায় ৩৭ টাকা শুল্ক দিতে হচ্ছে। আমদানি করা মরিচগুলো মূলত ভারতের বিহারসহ বিভিন্ন রাজ্য থেকে আনানো হচ্ছে। হিলি থেকে এগুলো সরবরাহ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে—ঢাকা, সিলেট, বগুড়া, রংপুরসহ বিভিন্ন পাইকারি বাজারে।


এদিকে কাঁচামরিচ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিলি বন্দরে ভিড় করছেন পাইকারি ব্যবসায়ীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন