৮ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল সচল

৬ দিন আগে
বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পরিবহন নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক শেষে ৮ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। সেইসঙ্গে জেলা প্রশাসন এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবহন মালিক সমিতির সদস্য একজন, পরিবহন শ্রমিক সমিতির সদস্য একজন এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

জেলা প্রশাসক মুফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম, মহাসচিব রতন আকন্দ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ আরো অনেকে।

 

ইউনাইটেড পরিবহন থেকে আওয়ামী লীগ সমর্থক মালিকদের গাড়ি বের করে ময়মনসিংহের মালিকদের গাড়ি বাড়ানোর বিষয়ে ঢাকার পরিবহন নেতাদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নিতে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
পরে মঙ্গলবার রাত ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ-শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পুর্বধলা ও কিশোরগঞ্জে বাস চলাচল শুরু হয়।

 

ঘটনার সূচনা হয় দুপুর ১টার দিকে, যখন নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে একদল দুর্বৃত্ত ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টার ভাঙচুর ও লুটপাট করে। এতে অর্ধশতাধিক দুর্বৃত্ত অংশ নেয়। এ ঘটনার প্রতিবাদে দুপুর ২টা থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ করে দেন।

 

আরও পড়ুন: বাস মালিকদের দ্বন্দ্বে ময়মনসিংহে সব রুটে বাস চলাচল বন্ধ

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে কাউন্টারে প্রবেশ করে এবং ‘আওয়ামী লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না’ এই ধরনের স্লোগান দিতে দিতে ভাঙচুর চালায়।

 

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘গত বছরের ৫ আগস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন তারা এখনো নিয়ন্ত্রণ করছেন, এমন অভিযোগকে কেন্দ্র করে অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর চালিয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘পরে জেলা প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা আলোচনা করে বাস চলাচলের সিদ্ধান্ত নেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন