৭২ ঘণ্টার মধ্যে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

১ দিন আগে
বৃষ্টিপাত কমে যাওয়ায় সারা দেশে বেড়েছে গরম। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বইছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা তাপপ্রবাহের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


সতর্কবার্তায় বলা হয়, খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ দেশের অনেক জায়গায় বিস্তার লাভ করতে পারে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ আকারে অব্যাহত থাকতে পারে।
 

আবহাওয়ার আরও খবর


এদিকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন