৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেলেন যারা

১ সপ্তাহে আগে
অনুষ্ঠিত হয়ে গেলো ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের ৭০তম আসর। এবারের আয়োজনে হিন্দি সিনেমাকে জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করেন বলিউড তারকারা।

গত শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর বসে গুজরাটের আহমেদাবাদে। বলিউড মেগাস্টার শাহরুখ খান ও তার বন্ধু নির্মাতা করণ জোহরের সঞ্চালনায় সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। 

 

এ আয়োজনে কাজলের সাথে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির গানে পারফর্ম করেন শাহরুখ। এবারের আসরে সিনে আইকনদের সম্মান জানানো হয় বিশেষভাবে।

 

বলিউড চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য দিলীপ কুমার, নূতন, মীনা কুমারী, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রমেশ সিপ্পি, বিমল রায়, শ্রীদেবী, শাহরুখ খান, কাজল এবং করণ জোহরকে পুরস্কৃত করা হয়।  


এবারের আসর ছিল ‘লাপতা লেডিস’ সিনেমাময়। সর্বাধিক ১২টি পুরষ্কার জিতেছে সিনেমাটি। সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেত্রী, সহ-অভিনেতা, সহ-অভিনেত্রী, নবাগত অভিনেত্রী, গায়ক, গীতিকার ও সঙ্গীত পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো ঘরে তুলে নেয় একটি সিনেমা। 


৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জনপ্রিয় শাখায় যৌথভাবে সেরা অভিনেতার পুরষ্কার জেতেন দুইজন। ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার জন্য কার্তিক আরিয়ান ও ‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য অভিষেক বচ্চন সেরা অভিনেতার পুরস্কার পান। সমালোচকের রায়ে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ‘শ্রীকান্ত’ ছবির জন্য রাজকুমার রাও-এর হাতে।

 

‘জিগরা’ সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন লেডি সুপারস্টার আলিয়া ভাট। ‘লাপাতা লেডিস’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী সমালোচকের পুরস্কার জয় করেছেন তরুণ অভিনেত্রী প্রতিভারত্ন।

 

জনপ্রিয় শাখায় সেরা সিনেমা ‘লাপাতা লেডিস’, এই ছবির জন্যই সেরা নির্মাতা কিরণ রাও, সেরা পার্শ্ব অভিনেতা রবি কিষান ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ছায়া কদম। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক পুরস্কার গিয়েছে সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’-এর ঝুলিতে।

 

লাপাতা লেডিস সিনেমার ‘ও সাজনি রে’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার জিতে আরও একটি ফিল্মফেয়ার নিজের করে নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। এই গানটির জন্যই শ্রেষ্ঠ গীতিকরের পুরস্কার জিতেছেন প্রশান্ত পান্ডে।

 

আরও পড়ুন: পিতৃপরিচয় ছাড়াই যেভাবে স্টাইল আইকনে পরিণত হন রেখা

 

গত বছরের সবচেয়ে আলোচিত গানের একটি ‘আজ কি রাত’। এ গান গেয়ে সেরা গায়িকা হয়েছেন কলকাতার মেয়ে মধুবন্তী বাগচী। ‘লাপাতা লেডিস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার নিয়েছেন রাম সম্পদ।

 

সঙ্গীতে নতুন প্রতিভা হিসেবে আরডি বর্মণ পুরস্কার পেয়েছেন অচিন্ত ঠাকরে। ‘কিল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা লক্ষ্য লালওয়ানি আর ‘লাপাতা লেডিস’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নিতাংশী গোয়েল।

 

আরও পড়ুন: কাঁধের ব্যথায় ভুগছিলেন, এরপরই হৃদরোগে মারা যান অভিনেতা বারিন্দর

 

‘আর্টিকেল ৩৭০’-এর জন্য সেরা নতুন পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন কুনাল খেমু মাডগাঁও এক্সপ্রেস ও আদিত্য সুহাস।

 

এ বছর আজীবন সম্মাননা দেয়া হয়েছে দুজনকে। একজন প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান অন্যজন সদ্য প্রয়াত ক্ল্যাসিক নির্মাতা শ্যাম বেনেগাল।

 

]]>
সম্পূর্ণ পড়ুন