জানা গেছে, ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী দীর্ঘ ৭০ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। সাত দশকেরও বেশি সময় ধরে এক ছাদের নিচে বসবাস করলেও এতদিন কোনো আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান করেননি। তাদের রয়েছে আট সন্তান; যাদের অনেকেই পঞ্চাশ পেরিয়ে গেছেন। এমনকি তাদের নাতি-নাতনিদেরও অনেকের বিয়ে হয়ে গেছে।
সম্প্রতি রামাভাই ও জিওয়ালি দেবী সিদ্ধান্ত নেন, জীবনের এই পর্যায়ে এসে তারা বিয়েটা সেরে ফেলবেন। আর তাতে পরিবারের কারও কোনো আপত্তি ছিল না। তাদের ইচ্ছেকে সম্মান জানিয়ে পরিবার আয়োজন করে জমকালো বিয়ের অনুষ্ঠান। ডিজে, গায়ে হলুদ, সাতপাকে বাঁধা— সব ধরণের আনুষ্ঠানিকতা ছিল বিয়েতে। বাড়ি সাজানো হয় আলোকসজ্জায়, আর গোটা গ্রাম অংশ নেয় আনন্দঘন এই আয়োজনে।
আরও পড়ুন: আলাদা ঘুরতে গেলেন নুসরাত-যশ, বিচ্ছেদ জল্পনা তুঙ্গে
নবদম্পতির ছেলে কান্তিলাল খারারি বলেন, ‘বাবা-মা যখন বিয়ের কথা বলেন, তখন আমরা সবাই আনন্দে রাজি হয়ে যাই। ওদের খুশিতেই আমাদের আনন্দ।’
বিবাহিত জীবনের সাত দশক পর আনুষ্ঠানিক বিয়ের এই ব্যতিক্রমী ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ছুঁয়ে গেছে বহু মানুষের হৃদয়।