৭ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১ সপ্তাহে আগে
ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

 

কর্তৃপক্ষ জানায়, রাত ১১টার পর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। 

 

পরে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় ২টি ফেরি। তবে কুয়াশার মাত্রা কেটে যাওয়ায় ৭ ঘণ্টা পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিসি।

 

আরও পড়ুন: কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ

 

এদিকে, হাড় কাঁপানো শীত আর কুয়াশা থাকার কারণে প্রায় প্রতিদিনই পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৬ থেকে ১০ ঘণ্টা করে বন্ধ থাকছে ফেরি। এতে তিনটি নৌরুটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।


অন্যদিকে কয়েকদিন ধরে সূর্যের কোনো দেখা না মেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানিকগঞ্জের কৃষকদের কৃষিকার্য। হাড় কাঁপানো শীতে কেউ ঘর থেকে বের হতে পারছে না। চারদিকেই শীতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।


তবে হাড় কাঁপানো শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষসহ শিশু ও বয়স্করা। একদিকে শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন ছিন্নমূল মানুষ। অন্যদিকে বয়স্ক মানুষ ও শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন