৬৩২ কোটি টাকায় রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার বিস্ময়বালক

৩ সপ্তাহ আগে
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্জেন্টিনার বিস্ময়বালক ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়ে নিলো রিয়াল মাদ্রিদ। তার পেছনে লস ব্লাঙ্কোদের খরচ ৬৩২ কোটি টাকার বেশি।

৬ বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে ভেড়ানোর বিষয়টি শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। যদিও সেখানে টাকার অঙ্কের উল্লেখ ছিল না।

 

তবে দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৪৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজেই তাকে দলে টেনেছে রিয়াল। ১৩৩.১২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা ৬৩২ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।

 

মাস্তানতুয়োনোর রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি জুনের প্রথম সপ্তাহেই নিশ্চিত করেছিলেন রোমানো। এ বিস্ময়বালককে পেতে রিয়ালের সঙ্গে লড়াইয়ে নেমেছিল ফরাসি ক্লাব পিএসজিও। তবে আর্জেন্টাইন বালকের পছন্দ ছিল রিয়াল।

 

আরও পড়ুন: ইংলিশ হয়েও স্প্যানিশে পুরো বক্তব্য দিয়ে চমকে দিলেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড

 

মাস্তানতুয়োনোকে অবশ্য ক্লাব বিশ্বকাপের আগে পাচ্ছে না লস ব্লাঙ্কোরা। কারণ তার এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। প্রাপ্ত বয়স্ক হয়ে আগামী ১৪ আগস্ট রিয়াল শিবিরে যোগ দেবেন এ মিডফিল্ডার। খেলবেন ২০৩১ সালের জুন পর্যন্ত।

 

মাস্তানতুয়োনো বর্তমানে খেলছেন আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে। ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা এ তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১৬ বছর পাঁচ মাস ২৫দিন বয়সে প্রথম গোল করেছিলেন তিনি।

 

আরও পড়ুন: একটির সঙ্গে ৪টি ফ্রি টিকিটেও মেসিদের ম্যাচে দর্শক টানতে পারছে না ফিফা!

 

সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে তাকে ডেকেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। চিলি ম্যাচে সুযোগও পেয়েছিলেন এ মিডফিল্ডার।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন