৬২ দিন আর ৩ ম্যাচেই লেভারকুসেনের চাকরি হারালেন টেন হ্যাগ

৪ সপ্তাহ আগে
৬২ দিন আর ৩ ম্যাচ; এটা বেয়ার লেভারকুসেনের কোচ হিসেবে এরিক টেন হ্যাগের মেয়াদকাল। বুন্দেসলিগায় দলের বাজে শুরুর খেসারত দিতে চাকরি হারালেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ডাচ কোচ।

শনিবার (৩০ আগস্ট) ১০ জনের দলে পরিণত হওয়া ভের্ডার ব্রেমেনের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পরই টেন হ্যাগকে কোচের পদ থেকে বরখাস্ত করলো বুন্দেসলিগার গত আসরের রানার্সআপরা। ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লেভারকুসেন।


গত মৌসুম শেষে লেভারকুসেনের কোচের পদ থেকে সরে দাঁড়ান আগের মৌসুমে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা এনে দেয়া শাবি আলনসো। এই স্প্যানিশ রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত টেন হ্যাগকে কোচ হিসেবে নিয়োগ দেয় লেভারকুসেন। কিন্তু কোচ হিসেবে এই ডাচ টিকলেন মাত্র ২ ম্যাচ।


আরও পড়ুন: ইংল্যান্ড ছাড়ছেন এদারসন, বদলি হিসেবে যাকে নিচ্ছে সিটি


গত শনিবার ভের্ডার ব্রেমেনের বিপক্ষে ড্র করার আগে লিগের প্রথম ম্যাচে হফেনহেইমের কাছে হেরেছে। পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান করা লেভারকুসেন এতেই আস্থা হারিয়েছে এই ডাচ কোচের ওপর। দুই ম্যাচের পরেই ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে তার সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন।


এক বিবৃতিতে লেভারকুসেন এই কোচের বিদায়ের ঘোষণা দেয়। তাতে বলা হয়েছে, 'বেয়ার ০৪ লেভারকুসেন জরুরি প্রতিক্রিয়া হিসেবে প্রধান কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে সম্পর্কের ইতি টানছে। এই মুহূর্ত থেকে সহকারী কোচিং স্টাফ দলের অনুশীলনের ভার গ্রহণ করবে।'


 

Bayer 04 Leverkusen has parted ways with head coach Erik ten Hag with immediate effect.

Training will be taken over by the assistant coaching staff for the time being. pic.twitter.com/aKrEtySB46

— Bayer 04 Leverkusen (@bayer04_en) September 1, 2025


স্কাই স্পোর্টস ফ্লোরিয়ান প্লেটেনবার্গের সূত্রে জানিয়েছে, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে লেভারকুসেন এই সিদ্ধান্তের কথা টেন হ্যাগকে জানায়। যে কারণে অনুশীলনে শুরুতে বিলম্ব হয়। ডিএফবি পোকালে এসজির বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করলেও বুন্দেসলিগায় বাজে শুরুর কারণে চাপে ছিলেন তিনি।


আরও পড়ুন: চেরকির সর্বনাশে একিতিকের ‘পৌষ মাস’


এই দলবদলে লেয়ারকুসেন বড়সড় ধাক্কা খেয়েছে। ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগা জেতা দলের পাঁচ গুরুত্বপূর্ণ সদস্য–ফ্লোরিয়ান রিৎজ, জেরেমি ফ্রিমপং, গ্রানিত জাঁকা, লুকাস হ্রাডেকি এবং জোনাথন টাহ এবার ক্লাব ছেড়েছেন।


আপাতত আন্তর্জাতিক বিরতি থাকায় নতুন কোচ খুঁজতে কিছুটা সময় পাচ্ছে লেভারকুসেন। এই সময়ের মধ্যেই নতুন কোচ খুঁজে বের করার ব্যাপারে তারা আশাবাদী। আগামী ১২ সেপ্টেম্বর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে লেভারকুসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন