৬০০ টাকা মজুরি করাসহ ১১ দফা দাবিতে সিলেটে চা শ্রমিক কনভেনশন

৪ সপ্তাহ আগে
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ ও পূর্ণাঙ্গ রেশন নিশ্চিত করা শিক্ষা-চিকিৎসা-ভূমিসহ ও মৌল মানবিক অধিকার আদায়ের ১১ দফা দাবিতে সিলেটে শহীদ সুলেমাল হলে চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) নগরীর দরগাগেইটে অবস্থিত শহীদ সুলেমান হলে এই কনভেনশনের আয়োজন করে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি।


এই কনভেনশনকে কেন্দ্র করে সকল চা শ্রমিকরা দলে দলে মিছিল নিয়ে নানা প্লেকার্ড হাতে শহীদ সুলেমান হলে এসে মিলিত হন। পরে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে সকল চা শ্রমিকদের নিয়ে এক বিশাল মিছিল নগরীর দরগাগেইট শহীদ সুলেমান হল থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শহীদ সুলেমান হলে এসে মিলিত হয়।পরে শহীদ সুলেমান হলে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বচন কালোয়ারের পরিচালনায় এবং সংগঠনের সভাপতি অজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে আলোচনা করেন, এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি,সিলেট জেলা আইনজীবী সমিতি, মাসুদ রানা, সমন্বয়ক, কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, বাসদ (মার্কসবাদী) মানস নন্দী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সজল ছত্রী প্রমুখ।


আরও পড়ুন: চা পাতার নির্যাসে তৈরি সিলভার কণায় ফুল বাণিজ্যে আশার আলো


কনভেনশনে বক্তারা বলেন, সরকার পাল্টায়, ভিন্ন নামে সরকার আসে, কিন্তু চা শ্রমিকদের জীবনে সুখ আসে না। বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৭৮ দশমিক ৫ টাকা। এই মজুরি দিয়েএকটি পরিবার চলে না,তাই,চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬‘শ টাকা নির্ধারণ করা সহ পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করার দাবি জানান তারা।


এদিকে ২০২৩ সালে প্রণীত হওয়া গেজেটকে চা শ্রমিক স্বার্থবিরোধী উল্লেখ করে বক্তারা এই চা শ্রমিক স্বার্থবিরোধী গেজেট বাতিল করার জন্য দাবি জানান।বক্তারা আরো বলেন চা বাগানের ভূমি দখল যেমন চলছে, একই সাথে  রিসোর্ট, টি-ট্যুরিজম, রাবার বাগানসহ বিভিন্ন প্রকল্প শুরুর পায়তারা চলছে। যা চা শিল্প ও চা শ্রমিকদের ভয়াবহ সংকটে ফেলছে। আমরা সরকারি উদ্যোগে বন্ধ বা রুগ্ন বাগান চালু এবং একই সাথে চা শ্রমিকদের ভূমি অধিকার দাবি করছি পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, চা পাতার ওজনে ঠকানো বন্ধ, টিকা পাতার দ্বিগুণ মজুরি দেয়া, পিএফ-এর টাকা নিয়ে দুর্নীতি বন্ধের আহ্বান জানান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন