৬ মাসে ঢাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, ‘পরিকল্পিত নাশকতায়’ জনমনে বাড়ছে আতঙ্ক

২ সপ্তাহ আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আতঙ্ক তৈরি করতে রাজধানীতে নাশকতার ছক আঁকছে নিষিদ্ধ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলা ইউনিটের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি পূর্ব রাজাবাজারে ককটেল নিক্ষেপের সময় হাতেনাতে ধরা পড়া পিরোজপুর জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এই গ্রুপটিকে অর্থের জোগান দিচ্ছে সাবেক মন্ত্রীর ছোট ভাই। তবে নাশকতার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে, নগরবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীর ফার্মগেটে তিন মোটরসাইকেল আরোহী গত ১২ অক্টোবর রাতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ধাওয়া দেয় পুলিশ। রাজধানীর পূর্ব রাজাবাজারের গলিতে পালানোর চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। তখন আবারও ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে তারা।

 

ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গলি। আতঙ্ক ছড়িয়ে পরে চারিদিকে। দুই জন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী। তারা বলেন, ককটেল ছুড়ে মোটরসাইকেলে করে পালানোর সময় একজন ধরে গণপিটুনি দেয়া হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

 

এর ঘণ্টা খানেক আগেও ফার্মগেটে কমিশনার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ মাসে রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বলছেন, ব্যস্ত শহরের মধ্যে হঠাৎ হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে পথচারী ও যাত্রীদের মধ্যে ভয় তৈরি হওয়া স্বাভাবিক, এবং এর ফলে মানুষের চলাচলে উদ্বেগ বেড়ে গেছে।

 

আরও পড়ুন: ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

 

পূর্ব রাজাবাজার থেকে আটক হওয়া আরিফুল ইসলাম হৃদয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর ইউনিটের নেতা। পুলিশ জানায়, জেলা সভাপতি মনিরুজ্জামান অনিকের নেতৃত্বে তারা তেজগাঁওসহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল। এ কাজে অর্থ সরবরাহ করতেন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই নূরে আলম সিদ্দিকী শাহীন।

 

ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বলেন, ‘পিরোজপুর জেলা ছাত্রলীগ নেতা অনিক, আওয়ামী লীগ নেতা শাহীনসহ কয়েকজনের পরামর্শ ও নির্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। হৃদয় পুলিশের কাছে জানিয়েছে, এই কাজে অংশগ্রহণের জন্য তিনি মজুরিও পেয়েছিলেন।’

 

সাম্প্রতিক সময়ে রাজধানীতে প্রতিটি ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত-এমন ধারণা দিয়ে ডিএমপি জানিয়েছে, সাড়ে নয় মাসে গ্রেফতার হওয়া প্রায় আড়াই হাজার জনের বেশির ভাগই ঢাকার বাইরে থেকে এসেছে। ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ দলের অনেক নেতা-কর্মী টাকার বিনিময়ে মিছিলে অংশ নিতে বাইরে থেকে ঢাকায় আসছেন।

 

নিষিদ্ধ সংগঠনের নাশকতা রুখতে নগরবাসীর সহায়তা চেয়েছে পুলিশ। তিনি আরও বলেন, পুলিশ কঠোর হাতে এ ধরনের অপরাধ দমন করছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন