শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩ টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এর আগে, দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। পরে ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় ছয় দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বগুড়ায় পলিটেকনিক ফটক লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা
কুমিল্লায় হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, ছয় দফা দাবি যৌক্তিক হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চান আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ছয় দফা দাবিতে দিঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।