৫০০ যাত্রীকে জিম্মি, উদ্ধারের চেষ্টা করলেই হত্যার হুমকি!

২ দিন আগে
পাকিস্তানে শত শত ট্রেন যাত্রীকে জিম্মি করেছে সশস্ত্র একটি গোষ্ঠী। মঙ্গলবার (১১ মার্চ) ওই ট্রেনে হামলা চালিয়ে এটির নিয়ন্ত্রণ নেয় তারা।

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

 

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় হামলা চালিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়া হয়।

 

প্রদেশের রাজধানী কোয়েটার একজন ঊর্ধ্বতন রেলওয়ে সরকারি কর্মকর্তা মুহাম্মদ কাশিফ গণমাধ্যমকে বলেন, ‘বন্দুকধারীরা ট্রেনে থাকা ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করে রেখেছে। যাত্রীদের মধ্যে অনেক নারী এবং শিশুও রয়েছে।’ 

 

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেনে হামলা: ২০ সেনা সদস্যকে হত্যার দাবি 

 

যদিও পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ট্রেনটিতে কমপক্ষে ৫০০ যাত্রী ছিলেন। 

 

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বন্দুকধারীরা ট্রেনে ওঠার আগে রেললাইনে বোমা হামলা চালায় বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

 

গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গিরা দ্রুত ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং সব যাত্রীকে জিম্মি করে।’ 

 

আরও পড়ুন: পাকিস্তানের কূটনীতিককে ঢুকতে দেয়া হলো না যুক্তরাষ্ট্রে

 

এদিকে, জিম্মিদের উদ্ধারের চেষ্টা করা হলে ‘গুরুতর পরিণতির’ সতর্কবার্তা দিয়েছে বিএলএ। তারা বলেছে, ‘যেকোনো সামরিক আক্রমণের (জিম্মি উদ্ধারে) সমানভাবে জোরালো জবাব দেয়া হবে।’

 

অন্যদিকে, ট্রেনে হামলা চালিয়ে পাকিস্তানের ২০ জন সেনাকে হত্যারও দাবি করেছে বিএলএ।

]]>
সম্পূর্ণ পড়ুন