৪৮ দলের বিশ্বকাপের অনুমোদন দিলো ফিফা

২২ ঘন্টা আগে
৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিয়েছে ফিফা। তবে এ নিয়ম প্রযোজ্য হবে ২০৩১ আসর থেকে। ২০২৭ সালের ব্রাজিল আসরে খেলবে ৩২ দল। শুক্রবার (৯ মে) ফিফা জানিয়েছে, ২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় অংশ নেবে ৪৮ দল।

আগে থেকেই সবকিছু ঠিকঠাক হয়ে ছিল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের একটি ভার্চুয়াল সভায় প্রস্তাবে সায় দেওয়ার আনুষ্ঠানিকতা সেরে ফেলল। উইমেন’স বিশ্বকাপেও বাড়ল দলের সংখ‍্যা। 

 

আরও পড়ুন: লেভারকুসেন ছাড়ার ঘোষণা আলোনসোর, গন্তব্য কি রিয়াল মাদ্রিদই

 

৪৮ দলের বিশ্বকাপের মেয়াদ বাড়বে ১ সপ্তাহ। ১২ গ্রুপের টুর্নামেন্টে ম‍্যাচের সংখ‍্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। যে বৃদ্ধিগুলো এর আগেই দেখা যাবে ছেলেদের বিশ্বকাপে, ২০২৬ আসরে। 

 

২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল ২৪ দলের উইমেন’স বিশ্বকাপ। চার বছর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ৩২ দলের আসর। সেবার সিডনিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন। 

 

আরও পড়ুন: থমার্ধে ২ গোলের লিড পেয়েও ড্র করল বাংলাদেশ

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘এটি কেবল ফিফা মহিলা বিশ্বকাপে আরও ১৬টি দলের অংশগ্রহণের বিষয় নয়, বরং সামগ্রিকভাবে মহিলাদের খেলার সাথে সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন