৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮

৩ সপ্তাহ আগে
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ৬ হাজার ৫৫৮ জন উত্তীর্ণ হয়েছেন।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

 

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন–ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে।

 

চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।

 

আরও পড়ুন: বিশেষ বিসিএসের মানবণ্টন নিয়ে প্রজ্ঞাপন জারি 

 

]]>
সম্পূর্ণ পড়ুন