৪৫ বছর বয়সি ভেনাস ওয়াশিংটন ওপেনের টিকিট পেয়েছিলেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। রাউন্ড অব ৩২-এ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন স্বদেশি পেটন স্টার্নসকে। স্টার্নস তার চেয়ে ২২ বছরের ছোট, টেনিস র্যাঙ্কিংটাও মন্দ নয়—৩৫।
শিরোনামে পড়ে এসেছেন, উইলিয়ামস জিতেছেন। স্টার্নসকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন। এর মাধ্যমে একটা কীর্তি হয়ে গেল। দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ হিসেবে ডব্লিউটিএ ট্যুর-লেভেলের একক কোনো ম্যাচ জিতলেন তিনি। রেকর্ডটা চেক প্রজাতন্ত্রের মার্টিনা নাভ্রাতিলোভার দখলে। ২০০৪ সালে ৪৭ বয়সে সিঙ্গেলস ম্যাচে জিতেছিলেন তিনি।
আরও পড়ুন: দেশের নারী দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ রেটিং এখন খুশবুর
ভেনাস ৭টি একক গ্র্যান্ড স্লামের পাশাপাশি জুটি বেঁধে জিতেছেন ১৪টি। এর আগে তার সবশেষ ম্যাচ জয়টি ২০২৩ সালে। এই তারকাকে প্রশ্ন করা হয়েছিল, স্টার্নসকে হারিয়ে খুশি কি না। ভেনাস বলেন, ‘আমার প্রমাণ করার কিছু নেই। আর প্রমাণ করার মানে হলো যেন অন্য কেউ আমার সঙ্গে কখনও জেতেনি, আমিও হার দেখিনি।’
এক বছর পর ভেনাসের এই সপ্তাহেই টেনিসে প্রত্যাবর্তন হয়েছে। ফিরতি ম্যাচটা খেলেছেন এই প্রতিযোগিতার ডাবলসে। হেইলি ব্যাপ্টিস্তের সঙ্গে জুটি বেঁধে হারিয়েছেন ইউজিন বুচার্ড ও ক্লার্ভি গোনোকে।