গত বছরের ডিম্বেরে যুব হকি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এমন অর্জনের পর দেশে ফিরলে দলকে সংবর্ধনা দেয় হকি ফেডারেশন। সেই সঙ্গে বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের সুযোগ সুবিধা, এমনকি ফেব্রুয়ারি-মার্চের মধ্যে লিগ শুরুরও আশ্বাস দেয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে।
তবে এখনও পর্যন্ত লিগ শুরুর খবর নাই, গত ৭ মাসেও অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
আরও পড়ুন: কার রেসিংয়ে নেমে মারাত্মক দুর্ঘটনায় আহত অভিক আনোয়ার
এদিকে বিশ্বকাপ শুরুর ৪ মাস আগে অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতির ব্যবস্থা করল বাংলাদেশ হকি ফেডারেশন। আজ (২৬ জুলাই) ছিল যুব হকি দলের প্রাথমিক স্কোয়াডের রিপোর্টিং। তবে আপাতত যুব দলের ক্যাম্প পরিচালনা করবেন দুই বাংলাদেশি কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব।
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে দলের সঙ্গে যোগ দেবেন ডাচ কোচ সিগফ্রাইড অকম্যান। সবশেষ তিনি কাজ করেছেন ওমান দলের হয়ে। বলতে গেলে, বাংলাদেশ যুব হকি দলে তার দায়িত্ব নেওয়া এক রকম চূড়ান্ত।
আরও পড়ুন: ঐক্য ও সংস্কৃতির মেলবন্ধন তৈরির লক্ষ্যে মালয়েশিয়ায় প্রবাসীদের ক্রিকেট টু্র্নামেন্ট
জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া ও ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবে হকি ফেডারেশন। এছাড়া মালয়েশিয়ার সঙ্গেও কথা হয়েছে ফেডারেশনের, তবে চূড়ান্ত হয়নি। তবে কোচ আসলে সব ঠিক করবে বলেও জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব:) রিয়াজুল হাসান।
]]>