৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বিকেলে

৩ দিন আগে
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে আজ সোমবার (৩০ জুন)। বিকেলের দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হতে পারে।

সোমবার (৩০ জুন) সকালে পিএসসির সংশ্লিষ্ট দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, পিএসসি থেকে প্রায় ৪০০ ক্যাডার পদ বাড়িয়ে চূড়ান্ত সুপারিশ করার অনুমোদন চাওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সেই প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হয়। তবে উপদেষ্টা পরিষদ প্রস্তাব নাকচ করে দেয়। ফলে পদসংখ্যা বাড়ছে না।

 

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা

 

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন।

]]>
সম্পূর্ণ পড়ুন