লিডসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার আগে একটি গোলও করেন সাকা। এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ৫৪ মিনিটে মাঠ ছাড়েন তিনি। সেই ম্যাচটি শেষ পর্যন্ত আর্সেনাল জয় পায় ৫-০ ব্যবধানে।
চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায়, আগামী রোববার (৩১ আগস্ট) লিভারপুলের বিপক্ষে সাকাকে পাবে না আর্সেনাল। ইংল্যান্ডের জার্সিতে আগামী মাসে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সাকা খেলতে পারবেন কিনা সেটা নিয়েও জেগেছে প্রবল শঙ্কা।
আরও পড়ুন: নাটকীয় ম্যাচে নিউক্যাসলকে হারাল লিভারপুল
গত মৌসুমেও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন সাকা। তাতে আর্সেনাল খুব ভুগেছে। এবার আবারও সেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতেই ছিটকে গেলেন ২৩ বছর বয়সি এই উইঙ্গার।
যদিও চলতি মৌসুমে দারুণ শুরু পেয়েছে আর্সেনাল। প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্তেতার দল।