রোববার (১১ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) রাত রাতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী এবং পরিবেশ অধিদফতরের সমন্বয়ে পটুয়াখালী পৌরসভার পুরাতন টিউবঅয়েল অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।
আরও পড়ুন: নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের হাত উদ্ধার
জব্দ পলিথিন পটুয়াখালী পরিবেশ অধিদফতর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের ধ্বংস করার জন্য হস্তান্তর করা হয়।
এমন অভিযান সারা বছর অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
]]>