জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, এই রাজনৈতিক দলে ভাব একটু কমেছে ৪টি বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর। বিশ্ববিদ্যালগুলোর নির্বাচনে যারা ফুল প্যানেল নির্বাচিত হওয়ার চিন্তা করেছিলো তারা হেরেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এটাই হবে।
আরও পড়ুন: জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির
রফিকুল ইসলাম আরো বলেন, আওয়ামী লীগ স্টাইলে আর কোনো নির্বাচন হবে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তন, জুলাই সনদের আইনি ভিত্তি, সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত করা, গণহত্যার বিচার করার অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারের কোনটি করছেন জাতির কাছে তা বলেন।
সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফ্লিল্ডের দাবি করে তিনি জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রদান, গণহত্যার বিচার, সরকারের ভেতরে-বাইরে ফ্যাসিস্টদের গ্রেফতার করে বিচারের দাবি করেন।
আরও পড়ুন: জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী
বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।
 

 ১ সপ্তাহে আগে
                        ৩
                        ১ সপ্তাহে আগে
                        ৩
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·