৪ বছর পর আবারও জিম্বাবুয়ের ওয়ানডে দলে টেইলর

১৩ ঘন্টা আগে
টেস্টের পর জিম্বাবুয়ের ওয়ানডে দলেও ফিরছেন ব্রেন্ডন টেইলর। চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেই দলে ডাক পেয়েছেন টেইলর। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এন্ডি ফ্লাওয়ারের পর জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রেন্ডন টেইলর। ২০৫ ম্যাচে করেছেন ৬৬৮৪ রান। তবে ২০২১ সালে আইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৫ জুলাই। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও জিম্বাবুয়ের দলে ফিরেছেন ৩৯ বছর বয়সি টেইলর। এবার ডাক পেলেন ওয়ানডে দলেও।  


টেইলরের ওয়ানডেতে ফেরা প্রসঙ্গে জিম্বাবুয়ের নির্বাচক প্যানেলের সদস্য কনভেনার ডেভিড মুটেনডেরা বলেন, 'টেইলরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাপের মুহূর্তে। ড্রেসিংরুমে তার উপস্থিতি দলকে শক্তি জোগাবে।'


আরও পড়ুন: টেস্ট থেকে অবসরের আসল কারণ জানালেন রোহিত 
 



এদিকে চার নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। নতুন চারজন হলেন—ক্লাইভ মাদান্দে, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স এবং অভিষেকের অপেক্ষায় থাকা আর্নেস্ট মাসুকু।


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুটি ওয়ানডে হবে ২৯ ও ৩১ আগস্ট। খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।


জিম্বাবুয়ে দল: 

ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাদেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।

]]>
সম্পূর্ণ পড়ুন