সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাটি জেনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে।
স্বপন দেব সজল জানান, এ গন্ধগোকুলটি শ্রীমঙ্গলের কালাপুর গ্রামের কাইয়ুম মিয়াসহ অন্যদের বাড়িতে রাতে ঢুকে ৩০ থেকে ৩৫টি মোরগ ও কবুতর একে একে খেয়ে ফেলে। তবে গ্রামের লোকজন এ গন্ধগোকুলটিকে অনেক চেষ্টা করেও আটক করতে পারেননি। অবশেষে কালাপুর গ্রামের লোকজন একত্রিত হয়ে কৌশল করে মঙ্গলবার (২৬ আগস্ট) গন্ধগোকুলটিকে আটক করে বেঁধে রাখেন।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রানীটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে বনবিভাগ এটিকে আজ জানকিছড়ায় অবমুক্ত করা হয়। স্বপন দেব সজল জানিয়েছেন, বনে খাদ্য সংকট দেখা দেয়াতে বন্যপ্রাণীরা খাদ্যের অন্বেষণে লোকালয়ে বেরিয়ে পড়ছে।