৩৫ এর পর উইকেটকিপারদের খেলা উচিত নয়

১ সপ্তাহে আগে
বয়স ৪৩ হয়ে গেলেও আইপিএলের নেশা কাটছে না মহেন্দ্র সিং ধোনির। ভারতের এই কিংবদন্তি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঝেমাঝেই সেরা সময়ের ঝলক দেখালেও আগের সেই ধার হারিয়ে ফেলেছেন। ভক্ত-সমর্থকরা তার খেলা দেখতে চাইলেও চলমান আইপিএলে তার খেলার ধরন নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার শম্বুকগতির ব্যাটিংকেই চেন্নাইয়ের হারের অন্যতম কারণ মনে করা হচ্ছে। সব মিলিয়ে বেশ বেকায়দায় পড়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

চলতি আইপিএলে ভালো অবস্থানে নেই চেন্নাই সুপার কিংস। ৪ ম্যাচে জয় মাত্র একটি। ধোনির মতো কিংবদন্তিও পারছেন না তাদের ভাগ্যের চাকা ঘুরাতে। উল্টো দলের হারেই তার ভূমিকা দেখতে পারছেন অনেকেই। এইতো সবশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করা চেন্নাই হেরেছে ২৫ রানে। এই ম্যাচেই প্রশ্নবিদ্ধ হচ্ছে ধোনির ব্যাটিংয়ের ধরন।


এদিন ১১তম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাদেজা যখন আউট হন, তখন চেন্নাইয়ের রান ৭৪। বিজয় শঙ্কর ও ধোনির জুটি বাকি ৫৬ বলে যোগ করেছেন মাত্র ৮৪ রান। বিজয় শঙ্কর ৫৪ বলে ৬৯ এবং ধোনি ২৬ বলে করেন মাত্র ৩০ রান। দলের এমন অবস্থায় রান তাড়ার চেষ্টা না করে মাত্র ১১৫.৩৮ স্ট্রাইকরেটে ব্যাট করায় ব্যাপক সমালোচিত হচ্ছেন এই সাবেক উইকেটকিপার। তার অবসর নেয়া উচিত বলেই মনে করছেন ক্রিকেটবিজ্ঞরা।

 

আরও পড়ুন: 'অজানা কারণে' শাস্তি পেলেন ইশান্ত


গত কয়েক মৌসুম ধরেই আইপিএল থেকে ধোনির অবসরের গুঞ্জন চলছে। কিন্তু প্রতি মৌসুমেই খেলছেন চেন্নাইকে পাঁচবার ট্রফি এনে দেয়া 'থালা।' কিছুদিন আগে ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছিলেন, ধোনির আরও দুই বছর আগেই অবসর নেয়া উচিত ছিল। এ কথার কারণে ধোনি ভক্তদের রোষানলেও পড়েছিলেন তিনি। এবার পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফও একই সুরে কথা বলছেন। তার মতে, আরও কয়েক বছর আগেই এই উইকেটকিপারের অবসর নেয়া উচিত ছিল।


 

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ছবি: সংগৃহীত


নিজে ৩৫ বছর বয়সে বিদায় নিয়েছিলেন। সেটিকেই  উইকেটকিপারের অবসরের আদর্শ বয়স মনে করেন রশিদ লতিফ। তিনি বলেন, ‘তার (ধোনি) আরও অনেক আগেই খেলা ছেড়ে দেওয়া উচিৎ ছিল। একজন উইকেটরক্ষকের বয়স সাধারণত ৩৫ পর্যন্ত থাকে, আমি নিজেই তার উদাহরণ। যদি আমি টিভিতে থাকি, তবে আমি একজন পারফর্মার। আর যখন আমি উঁচু মানের পারফর্ম করতে পারি না, তখন আমার সুনাম কমে যায়। এমনকি ১৫ বছর ধরে কৃতিত্ব থাকলেও, নতুন প্রজন্ম তা দিয়ে মুগ্ধ হবে না।’


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার খবরই তাতিয়ে দিয়েছিল সিরাজকে


ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৯ সালে। ভারতীয় দলে শেষের দিকে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। আইপিএলেও এখন অনেকেই তাকে দলের বোঝাই মনে করেন। যা তার দারুণ উজ্জ্বল ক্যারিয়ারে কলঙ্কের দাগের মতোই।


সেদিকে ইঙ্গিত করে লতিফ বলেন, ‘২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও তার খেলা দলের জন্য কার্যকরী ছিল না। তখনই তাদের বোঝা উচিৎ ছিল। যদি একজন খেলোয়াড়ের জন্য দলকে বেছে নেওয়া হয়, তবে তা খেলার প্রতি অন্যায়। এজন্যই তারা ট্রলড হচ্ছে। আমি ২-৩টি ম্যাচ দেখেছি, দর্শকরা চীৎকার করে সমর্থন জানায়, কিন্তু চেন্নাইয়ের এখন পয়েন্ট দরকার। তারা টেবিলের তলানিতে রয়েছে। যদি এর কারণ একজন বা দুইজন খেলোয়াড় হয়, তবে সময়ের প্রয়োজন বোঝা উচিৎ।’

]]>
সম্পূর্ণ পড়ুন