৩৩ বছরে অভিষেক, ইতিহাসের পাতায় বরুণ

১ মাস আগে
ওয়ানডে সিরিজের দলে তিনি ছিলেনও না। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় শেষ মুহূর্তের সিদ্ধান্তে দলে ডাক পড়ে তার। তবে ডাক পেলেও বা কী! কুলদীপ যাদব, রবীন্দ্র যাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনারদের বাদ দিয়ে তাকে একাদশে নেয়ার খুব একটা সম্ভাবনা ছিল না। তবে সকল প্রতিকূলতার মোকাবিলা করে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন বরুণ চক্রবর্তী।

টি-টোয়েন্টিতে এর আগে ১৮টি ম্যাচ খেললেও ওয়ানডেতে এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে খেলতে নেমেছেন বরুণ। নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে ডাগআউটে বসে কাটাতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে আজ (৯ ফেব্রুয়ারি) কুলদীপ যাদবের বদলি হিসেবে দলে এসেছেন তিনি।  

 

৩৩ বছরে ওয়ানডে অভিষেকে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বরুণ। ফারুক ইঞ্জিনিয়ারের পর ভারতের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো তার। আজ বরুণের বয়স হয়েছে ৩৩ বছর ১৬৪ দিন। ১৯৭৪ সালে ইঞ্জিনিয়ারের একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ৩৬ বছর ১৩৮ দিন বয়সে।

 

অনেক অপেক্ষার পর নীল জার্সি গায়ে জড়িয়ে অভিষেকটা অবশ্য তেমন রাঙাতে পারেননি বরুণ। রহস্য স্পিনার হিসেবে খ্যাত এই বোলার আজ ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। অবশ্য দলের প্রথম উইকেটটাই এসেছিল বরুণের হাত ধরে। ফিল সল্টকে ফিরিয়ে ইংলিশদের বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙেন বরুণ।

 

আরও পড়ুন: পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ ক্যাচ নিলেন স্মিথ

 

শুরুটা দুর্দান্ত হলেও প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি ইংল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০৪ রানে থেমেছে ইংলিশরা। জো রুট করেছেন ৬৯ রান। আর ডাকেটের ব্যাট থেকে আসে ৬৫। জাদেজা নিয়েছেন ৩ উইকেট।

 

সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল ভারত।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন