বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ‘দরদ’। এখন মাত্র ৩৩ টাকা খরচ করেই জনপ্রিয় এ সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার সুযোগ পাবেন দর্শক।
এর আগে গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দরদ’। দেশের পাশাপাশি বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পায় সিনেমাটি।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এটি। তাই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: সুখবর দিলেন শাকিব খান
রোমান্টিক ও থ্রিলারধর্মী এ সিনেমায় তিনটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব। সিনেমাটিয় তার চরিত্রের নাম ‘দুলু মিয়া’। তাকে কখনও বোকা, কখনও পাগল, কখনও-বা প্রেমিক আবার কখনও খুনিরূপে দেখা গেছে।
আরও পড়ুন: শাকিবের সিনেমায় ‘বিশেষ চরিত্রে’ কলকাতার রিয়া!
উল্লেখ্য, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এ ছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।
]]>