৩০ লাখে ‘ইনসাফ’ এর গান কিনলো অনুপম

৪ সপ্তাহ আগে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটি ঘরে তুলে নিয়েছে ৩০ লাখ টাকা। দেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী সিনেমার গান ডিস্ট্রিবিউশন কোম্পানি অনুপম রেকর্ডিং মিডিয়ার কাছে নতুন সিনেমার পাঁচটি গানের ডিজিটাল স্বত্ব বিক্রি করে এ নগদ অর্থ তোলে ‘ইনসাফ’।

জানা গেছে, ৩০ লাখ টাকায় ‘ইনসাফ’ এর সর্বমোট পাঁচটি গানের স্বত্ব কিনে নিয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল অনুপম মুভি সংয়ে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে দুটি গান। যার মধ্যে গতকাল মুক্তি পায় ‘আকাশেতে লক্ষ তারা টু জিরো’ মিলার গাওয়া গানটি। এখন পর্যন্ত গানটি দেখেছেন ১০ লাখের বেশি দর্শক।

 

অনুপম রেকর্ডিং মিডিয়া সূত্রে জানা যায়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার সবচেয়ে বেশি বাজেটে সিনেমার গানের স্বত্ব নিয়েছে কোম্পানিটি। ভবিষ্যতে চলচ্চিত্রের পাশে থাকতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান অনুপম রেকর্ডিং মিডিয়ার সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন: রাজ-মোশাররফকে নিয়ে বাজিমাত ফারিণের

 

এদিকে ‘আকাশেতে লক্ষ তারা টু জিরো’ গানটি প্রকাশের পর থেকে সিনেপ্রেমীরা বেশ চর্চা করছেন নেটমাধ্যমে। গানে পারফর্ম করা বিশেষ করে তাসনিয়া ফারিণের নাচে মুগ্ধ হয়েছেন তারা।

 

আরও পড়ুন: আইটেম গানে কে এগিয়ে?

 

‘ইনসাফ’ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। সিনেমায় শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন