ভালনারেবল উইমেন বেনিফিট এর আওতায় গরিব ও অসহায়দের মাঝে বিতারণের জন্য ৪৬৮ বস্তা চাল নিয়ে সুন্দরবন ইউনিয়নে যাচ্ছিল আলমসাধু নামের কয়েকটি গাড়ি। আহত ৩ জনের মধ্যে মিলন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি খাদ্য অধিদফতরের গরিব ও অসহায়দের জন্য (ভালনারেবল উইমেন বেনিফিট) এর আওতায় ৪৬৮ বস্তা চাল মোংলা খাদ্যগুদাম থেকে সুন্দরবন ইউনিয়নে নেয়ার জন্য আলমসাধু নামের কয়েকটি গাড়ি ভাড়া করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। দুপুরের দিকে একটি গাড়িতে করে ১৮৪ বস্তা চাল পরিষদে পৌঁছে দেয়ার পর অন্য একটি গাড়িতে ২৮৪ বস্তা চাল বোঝাই করে চালকরা।
বিকেলে সেই চাল নিয়ে মোংলা-মোড়েলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয় একটি অটোবাইকের সাথে সংঘর্ষ হয়। এসময় গাড়িটি চালসহ উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এসময় আটোরিকশা চালক মিলন হাওলাদার, আলমসাধুর চালক সাগর ও লুৎফর আহত হয়।
আরও পড়ুন: মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৯ মেগা প্রকল্পের উদ্যোগ
প্রথমে তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এ ৩ জনের মধ্যে মিলন হাওলাদার (৩০) এর অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সুন্দরবন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মৃধা রেজাউল করিম বলেন, গাড়ি দুর্ঘটনায় ২৮৪ বস্তা সরকারি চালের মধ্যে থেকে মাত্র ৫০ বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি চাল পানিতে পরে নষ্ট হয়েছে-যা খাবার অনুপযোগী। এব্যাপারে খাদ্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনার বিবারন দিয়ে আবেদন করতে বলেছে বলে জানায় প্যানেল চেয়ারম্যান।
আরও পড়ুন: মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি হওয়া কয়লা উদ্ধার, আটক ১২
মোংলা থানার পরিদর্শক মানিক চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে পরিদর্শন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোজঁ খবর নেয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·