২৬৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৩ ব্যাংক

১ দিন আগে
তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ৩ ব্যাংকে মোট ২৬৫ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল ব্যাংকগুলো।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। এতে আর্থিকভাবে কিছুটা সংকট কাটিয়ে উঠছে তারল্য সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলো।

 

আরও পড়ুন: মিলছে তার‌ল্য সহায়তা, ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো


তারল্য সহায়তা দেয়া ব্যাংকের মধ্যে রয়েছে- ডাচ্-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।


এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এসময় আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকে আরও বেশি অর্থ সহায়তা দিতে সবল ব্যাংকগুলোকে আহ্বান জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন