২৫ ম্যাচ পর কেমন দাঁড়াল বিপিএলের পয়েন্ট টেবিল

১ সপ্তাহে আগে
সদ্য গ্লোবাল সুপার লিগ জিতে আসা রংপুরের জয়রথ যেন থামছেই না। বিপিএলের একাদশ আসরে টানা আট ম্যাচে জিতেছে তারা। শুধু তাই নয়, আসরে এখন পর্যন্ত নুরুল হাসান সোহানের দলকে হারাতে পারেনি কেউই।

রংপুর উড়তে থাকলেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অবস্থা বেশ খারাপ। বিশেষ করে বলতে গেলে ঢাকা ক্যাপিটালসের অবস্থা সবচেয়ে বাজে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে কেবল একটিতে জিততে পেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটের অবস্থাও বেশ শোচনীয়। ৭ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে আরিফুল ইসলামের দল। খুলনা টাইগার্স সিলেটের চেয়ে একটি ম্যাচ কম খেলে দুটিতে জিতেছে।

 

আরও পড়ুন: লঙ্কা সফরের আগে বিপদে অস্ট্রেলিয়া, অপেক্ষা বাড়বে কি স্মিথের?

 

৬ ম্যাচে ৫ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ফরচুন বরিশাল। সমান ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের তিনে চিটাগাং কিংস।  

দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রংপুর রাইডার্স ১৬ ১.৫৪৪
ফরচুন বরিশাল ১০ ১.১০১
চিটাগাং কিংস ০.৬৪৮
খুলনা টাইগার্স -০.১৭৯
দুর্বার রাজশাহী -১.২০৮
সিলেট স্ট্রাইকার্স -১.৫৩৭
ঢাকা ক্যাপিটাল -০.৩৪৪
]]>
সম্পূর্ণ পড়ুন