দুই-একটি বিষয় ছাড়া সবগুলো কাজ অক্টোবরের মধ্যে সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে ইসি সচিবালয়ের।
এদিকে সোমবার (৭ এপ্রিল) নির্বাচন কমিশন ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে রোডম্যাপ চূড়ান্ত করতে চায় বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ জানান, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করতে শিগগিরই অংশীজনদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন।
তিনি বলেন, আমরা শিগগিরই কর্মপরিকল্পনা করবো, যেটাকে ইংরেজিতে বলতে পারেন রোডম্যাপ। অংশীজনদের কবে কোন কাঠামোতে কীভাবে ডাকা হবে--এই বিষয়গুলো এখন সময়ের ব্যাপার। ভালো কিছু করতে গেলে অনেকের মতামত নেয়া উচিত। আমরা ভালো কিছু করতে চাচ্ছি এবং ভালো কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: শিগগিরই অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি: সিনিয়র সচিব
জানা যায়, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আরপিওতে প্রক্সি পদ্ধতি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেবে ইসি। বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী ছাড়াও ভাই-বোনের সন্তানরা প্রবাসী ভোটারের পক্ষে প্রক্সি ভোট দিতে পারবেন। এ পদ্ধতিতে সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারবেন একজন।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টারের ব্যবহার বন্ধের কথাও ভাবছে ইসি। পাশাপাশি কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা না করা এবং মনোনয়নপত্র দাখিলের সময়েও শোডাউন না করার বিষয়টিও কঠোরভাবে মেনে চলতে হবে।
আরও পড়ুন: রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এ রকমই। সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলোও ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করবো।
২০০/৫০০ টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানো চিন্তা-ভাবনা চলছে। আচরণ বিধির বাইরেও প্যানাল কোড আছে। আচরণবিধি মালায় খসড়া প্রস্তাবে দেখা গেছে, নির্বাচনী প্রচারণাপত্র বা লিফলেট পলিথিনের আবরণ এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না।
]]>