২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল নাইজেরিয়া। বুধবার (২৬ নভেম্বর) নাইজেরিয়ার আবুজাকে পেছনে ফেলে আনুষ্ঠানিকভাবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের শহর হিসেবে ঘোষণা করা হয় ভারতের আহমেদাবাদের নাম। গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে ৭৪টি কমনওয়েলথ সদস্য দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা ভারতের দরপত্র অনুমোদন করে।
প্রথমে ‘কমনওয়েলথ স্পোর্টস এভালুয়েশন কমিটি’ আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছিল। তার পর গত মাসে ‘কমনওয়েলথ স্পোর্টস এক্সিকিউটিভ বোর্ড’ আয়োজক হিসেবে অহমদাবাদের নাম প্রস্তাব করে। বুধবার গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় তাতে সিলমোহর দিয়েছে ৭৪ সদস্য দেশ। ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: লিভারপুলের বিজয় মিছিলে সমর্থকদের ওপর গাড়ি তুলে দেয়া ব্যক্তি দোষী সাব্যস্ত
কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ডোনাল্ড রুকারে জানিয়েছেন, ২০৩০ সালে আহমেদাবাদ খুব ভালোভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, ‘ভারতে খেলার সঙ্গে সংস্কৃতির যোগ রয়েছে। ২০৩০ সালে কমনওয়েলথের ১০০ বছর। আমরা আশাবাদী, ভারতের মাটিতে তাদের উন্নত ও বৈচিত্রমূলক সংস্কৃতির পরিচয় আমরা দেখতে পাব। খুব ভালো একটা প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম।’
১৯৩০ সালে কানাডায় আয়োজিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস। সেই সময় এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। পরে তার নাম বদলে হয় কমনওয়েলথ গেমস।
আরও পড়ুন: শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ
গত এক বছরে আহমেদাবাদে বেশ কয়েকটি প্রতিযোগিতা হয়েছে। তার মধ্যে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ, এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ কোয়ালিফায়ারের মতো প্রতিযোগিতা রয়েছে। আগামী বছর এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ। এশিয়া প্যারা-আর্চারি বিশ্বকাপ রয়েছে সেখানে। তাই কমনওয়েলথ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী তারা।
২০৩৬ সালে অলিম্পিকস আয়োজন করতে চায় ভারত। এ বিষয়ে অনেক দিন ধরেই বিশ্ব অলিম্পিকস কমিটির সঙ্গে আলোচনা করছে ভারতীয় অলিম্পিকস সংস্থা ও কেন্দ্রীয় সরকার। অহমেদাবাদকেই অলিম্পিকসের কেন্দ্র করতে চায় ভারত। তার আগে কমনওয়েলথ বড় পরীক্ষা। এই পরীক্ষায় ভালোভাবে উতরাতে অলিম্পিকস আয়োজনের লড়াইয়ে অনেকটাই এগোবে ভারত।
]]>
১ সপ্তাহে আগে
৩





Bengali (BD) ·
English (US) ·