২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার বার্তা বিরাট কোহলির

১ সপ্তাহে আগে
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন। গুঞ্জন উঠেছিল, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর হয়তো বিদায় জানাবেন ৫০ ওভারের ক্রিকেটকেও। তবে বিরাট কোহলির ভাবনায় চলছে অন্যকিছু। কমপক্ষে আরও দুই বছর এ ফরম্যাটে থাকতে চান তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

 

বয়স পেরিয়েছে ৩৬ বছর। ভারতের যে শক্তিশালী ও সমৃদ্ধ লাইন আপ, তাতে নতুনদের সুযোগে বারবার কথা উঠছে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। তবে তারা খেলা চালিয়ে যাচ্ছেন অন্য দুই ফরম্যাটে। গুঞ্জন ছিল, হয়তো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেবেন তারা। তবে শিরোপা জিতে মোক্ষম মঞ্চ পেয়েও অবসরের ঘোষণা দেননি তারা।

 

দুজনের ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়া নিয়ে যখন জল্পনা-কল্পনা দিন দিন বড় হচ্ছে, তখন মুখ খুললেন কোহলি। আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী কোন পদক্ষেপটি নিতে যাচ্ছেন তিনি?

 

জবাবে কোহলি বলেন, ‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’

 

কোহলির এ কথাতেই স্পষ্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দলের রঙিন জার্সি আলমারিতে তোলার চিন্তা নেই তার।

 

আরও পড়ুন: দায়িত্ব ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজের দুই অধিনায়ক

 

২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জেতেনি ভারত। মাঝে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে। ২০২৩ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জেতার বড় সুযোগ ছিল ভারতের। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল কোহলিদের। হারের ধাক্কায় মাঠেই কেঁদে ফেলেছিলেন কোহলি। পরের দু’বছরে দু’টি আইসিসি ট্রফি হয়তো সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে।

 

তবে ওয়ানডে বিশ্বকাপ না জিতে হয়তো থামতে চান না কোহলি। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ। দু’বছর পর সেই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার যা ফিটনেস তাতে খেলতে বিশেষ সমস্যা হবে না। সেই লক্ষ্যেই এখন থেকে নিজেকে তৈরি করছেন কোহলি।

 

আরও পড়ুন: নারী ক্রিকেটারদের ঈদ কাটলো বিসিবিতে

]]>
সম্পূর্ণ পড়ুন