২০২৬ সালের এসএসসির প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন

১ সপ্তাহে আগে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত বিষয়গুলো হলো: বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং।


সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে।
 

আরও পড়ুন: ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ নির্ধারণ


নতুন নির্দেশনা অনুযায়ী:


বাংলা দ্বিতীয় পত্র: বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ বাদ দেয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ থাকা ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।


আইসিটি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেয়া হয়েছে। এই অংশের জন্য নির্ধারিত ১০ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের ১৫ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২৫ নম্বর এখন বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।


ফিন্যান্স ও ব্যাংকিং: এ বিষয়ে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। এর মধ্যে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি প্রশ্ন আসবে। শিক্ষার্থীদের যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।


এই পরিবর্তনগুলো ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার ক্ষেত্রে কার্যকর হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন