ক্রীড়া বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। বল পায়ে কারিকুরি দেখিয়ে এ জগতের অনেকটা-ই দখল করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। সারাবিশ্বে জনপ্রিয় এ দুই তারকাকে নিয়ে প্রতি বছরই মাতামাতি থাকে।
গত বছরও গুগলে সর্বোচ্চ খোঁজ করার তালিকার উপরে ছিলেন রোনালদো, নেইমার ও মেসির মতো ফুটবল তারকারা। তবে অবাক করা বিষয় হচ্ছে এবার তারা জায়গা করে নিতে পারেননি সেরা দশেও। এবারের তালিকায় নেই কিলিয়ান এমবাপ্পের মতো তারকাও।
চলতি বছর গুগলে সর্বাধিক সার্চ করা ক্রীড়াবিদ একজন নারী বক্সার। প্যারিস অলিম্পিকে মাত্র ৪৬ সেকেন্ডে ইতালির অ্যাঙ্গেলা ক্যারিনিকে নক-আউট করে আলোচনায় এসেছিলেন ইমানে খেলিফ। ইরানের এ বক্সারকে নিয়ে তৈরি হয়েছিল অনেক বিতর্ক। তাকে অনেকে ট্রান্সজেন্ডার বলে দাবি করেছিলেন। হরমোনজনিত সমস্যার কারণে তিনি সাধারণ নারীদের তুলনায় আলাদা ছিলেন।
তালিকার দুইয়ে আছেন জনপ্রিয় বক্সার মাইক টাইসন। দীর্ঘ সময় পর মাঠে নেমে ৫৮ বছর বয়সি এ কিংবদন্তি একটি প্রদর্শনী ম্যাচে হেরেছিলেন ২৭ বছর বয়সি জ্যাক পলের কাছে। ম্যাচটিকে অনেকে আগে থেকেই পাতানো বলে দাবি করেছিল। তাছাড়া এ বয়সে নিজের অর্ধেকের কম বয়সির সঙ্গে খেলাকে অনেকে ভালোভাবে নেননি। বিতর্কিত সে ম্যাচ দিয়ে আলোচনায় আসা আমেরিকান বক্সার জ্যাক পল তালিকার পাঁচে আছেন।
আরও পড়ুন: ইয়ামালকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা
এদিকে ফুটবলারদের মধ্যে এবার সবার উপরে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। চলতি বছর অনেক গুলো রেকর্ডে নাম লেখানো ১৭ বছর বয়সি এ উইঙ্গার আছেন তালিকার তিনে। চারে আছেন সিমোনে বাইলস। প্যারিস অলিম্পিক মাতিয়ে আলোচনায় ছিলেন ২৭ বছর বয়সি এ আমেরিকান জিমনিস্ট।
মজার বিষয় হচ্ছে, রোনালদো, মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তারকারা সেরা দশে জায়গা না পেলেও আছেন স্প্যানিশ তরুণ ফুটবলার নিকো উইলিয়ামস। তিনি আছেন ছয়ে। সাতে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। চলতি বছর বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি।
আরও পড়ুন: মেসি ও আমার সঙ্গে পিএসজি সমর্থকরা অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল: নেইমার
তালিকার আটে আছেন আমেরিকান পেশাদার গলফার স্কটি শেফলার। নয়ে ভারতীয় ক্রিকেটার শশাঙ্ক সিং। আর দশে স্প্যানিশ ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। চলতি বছরের ব্যালন ডি’অর জিতে বছরের শেষদিকে আলোচনায় আসেন তিনি।
একনজরে ২০২৪ সালে গুগলে সর্বোচ্চ খোঁজ করা ১০ ক্রীড়াবিদ
১. ইমানে খেলিফ
২. মাইক টাইসন
৩.লামিন ইয়ামাল
৪. সিমোনে বাইলস
৫. জ্যাক পল
৬. নিকো উইলিয়ামস
৭. হার্দিক পান্ডিয়া
৮. স্কটি শেফলার
৯. শশাঙ্ক সিং
১০. রদ্রি