২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

১ সপ্তাহে আগে
২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা পাননি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মফিজউদ্দিন সরকার মফিজ (৫৮)। পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানী শ্যামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে মতলব উত্তর থানা পুলিশ গ্রেফতার করে মফিজ সরকারকে।

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক জানান, বিগত ২০০৪ সালে রাজধানী শ্যামপুর থানা এলাকার একটি হত্যা মামলার আসামি ছিলেন মফিজ সরকার। এরই মধ্যে ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্ত কর্মকর্তা। কিন্তু রায় ঘোষণার আগে থেকেই গাঢাকা দেন আসামি। তাকে গ্রেফতার করতে দেশের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

আরও পড়ুন: ইসকনবিরোধী শান্তিপূর্ণ মিছিলকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলায় প্রতিবাদ

 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মতলব উত্তর থানার উপপরিদর্শক মো দেলোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে খুব কৌশলে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেফতার করে মফিজ সরকারকে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, মতলব উত্তরের পূর্ব লালপুর গ্রামের মৃত কফিলউদ্দিন সরকারের ছেলে মফিজউদ্দিন সরকার।

]]>
সম্পূর্ণ পড়ুন