২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ লড়ছে বিপর্যয় ঠেকাতে

৬ দিন আগে
বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডের পসরা সাজিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে টাইগ্রেসরা।

রোববার (১৩ এপ্রিল) লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ২ রান তুলতেই ২ উইকেট  হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪ রান।


এই মুহূর্তে বিপর্যয় ঠেকাতে ক্রিজে আছেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ব্যাট করছেন ২১ বলে ১০ রানে। ২২ বলে জ্যোতির সংগ্রহ ১১ রান।


এর আগে ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই ফারজানা হকের উইকেট হারায় বাংলাদেশ। প্রেন্ডারগাস্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রানের খাতা খোলার অপেক্ষায় থাকা ফারজানা।


আরও পড়ুন: বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আইরিশরা


উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়েও রক্ষা হয়নি ইশমা তানজিমের। পঞ্চম ওভারে আউট হওয়ার আগে ১৫ বলে মাত্র ২ রান করেন ইশমা, প্রেন্ডারগাস্টের দ্বিতীয় শিকারে পরিনত হন। 


আইরিশদের দেয়া চ্যালেঞ্জ সামলাতে টাইগ্রেসদের ভরসা এখন আগের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো জ্যোতি ও ৯৪ রানে অপরাজিত থাকা শারমিন। গত ম্যাচে দুজনের বড় জুটিই বাংলাদেশকে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় ইনিংসের ভিত্তি গড়ে দিয়েছিল। 


এর আগে আয়ারল্যান্ড বড় স্কোর গড়ে লরা ডেলানি এবং ওরলা প্রেন্ডারগাস্টের ব্যাটে ভর করে। ৭৫ বলে ৬ চারে ৬৩ রান করেন ডেলানি। প্রেন্ডারগাস্টের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৪১ রান। এছাড়া এমি হান্টার ৩৩, গ্যাবি লুইস এবং আরলেনে কেলি ২৪ রান করে করেন।


বাংলাদেশের পক্ষে রাবেয়া ৩টি, ফাহিমা ২টি ও জান্নাতুল ফেরদৌস ১টি উইকেট শিকার করেন।  

]]>
সম্পূর্ণ পড়ুন