২ গোলের দুটিই রোনালদোর, জিতল আল নাসর

৪ সপ্তাহ আগে
সময়টা দারুণ কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বয়সটা ৪০ ছুঁইছুঁই করলেও ধার কমেনি না পর্তুগিজ তারকার। আল নাসরের হয়ে প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছেন গোলের দেখা। গতকাল (২৯ নভেম্বর) রাতেও সেই ধারা অব্যাহত রেখেছেন এই তরকা।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে দামাকের বিপক্ষে মুখোমুখি হয় রোনলাদোর আল নাসর। ঘরের মাঠের লড়াইয়ে একাই আলো কেড়ে নিয়েছেন রোনালদো। পুরো ম্যাচের দুটি গোলই করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। দল জিতেছে ২-০ ব্যবধানে।   

 

ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে আল নাসর। ফলে গোল পেতে খুব বেশি দেরি হয়নি দলটির। ম্যাচের ১৭তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নাসর।

 

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা দামাক দ্বিতীয়ার্ধে আরও বড় ধাক্কা খায়। ৫৬ মিনিটে দলটির ডিফেন্ডার আব্দেলকাদের বেদরেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় দামাক।

 

আরও পড়ুন: মেসিকে রেখেই দ্য বেস্টের তালিকা প্রকাশ ফিফার

 

১০ জন নিয়ে তেমন লড়াই করতে পারেনি দামাক। উল্টো ৭৯ মিনিটে দল এবং ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বাঁ দিক থেকে সতীর্থের পাঠানো বল ফাঁকায় পেয়ে জালে জড়াতে ভুল করেননি পর্তুগিজ মহাতারকা।

 

ম্যাচের একদম শেষ বাঁশি বাজার আগে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে গোলরক্ষকের সামনে সহজ সুযোগ পেয়েও গোলে শট না নিয়ে সতীর্থকে বল বাড়ান পর্তুগিজ মহাতারকা। রোনালদোর থেকে বল পেয়ে জালে জড়ান তালিস্কা। তবে তিনি অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়।  

 

আরও পড়ুন: শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

 

এই ম্যাচের জোড়া গোলে রোনালদোর মোট গোলের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯১৫-তে। হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়ার জন্য এখনও ৮৫ গোলে করতে হবে তাকে। চলতি বছরে ৫০ ম্যাচে এটি তার ৪২তম গোল। 

]]>
সম্পূর্ণ পড়ুন