২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনবে সরকার, ব্যয় কত?

২ সপ্তাহ আগে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুই কোটি ২০ লাখ লিটার পাম তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৩৫৬ কোটি ৮১ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার পাম তেল কিনবে সরকার।

 

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম বাড়ল
 

এতে ব্যয় হবে ৩৫৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬২.১৯টাকা।


ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ পাম তেল বিক্রি করা হবে।


সভায় পাম তেল ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

]]>
সম্পূর্ণ পড়ুন