এছাড়াও আগামী ২০ জানুয়ারি নাগাদ তিনি সিলেটে যাবেন বলেও বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা আছে। এবার প্রথম বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান।
আরও পড়ুন: দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, ‘আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন বলে জেনেছি। আগামীকাল ৫ জানুয়ারি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।’
তারেক রহমান সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·