শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুুষ্ঠানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিষয়ে তারেক রহমান বলেন, সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি দায়িত্ব থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান। সময়ের প্রয়োজনে রাজনীতিবিদ হিসেবে আবর্তিত হন তিনি। মানুষের কাছে ছুটে গিয়েছেন। ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান।
আরও পড়ুন: জিয়া ছাড়া কাউকে স্বাধীনতার ঘোষক বানানো যাবে না: নজরুল ইসলাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে যেয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে।
দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।
]]>