১৭ রানের ক্যামিওর পর জিয়াউরের ৪ উইকেট, ঢাকাকে হারিয়ে টেবিলের দুইয়ে খুলনা

৫ দিন আগে
আগের দুই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করা দলের একটি প্রায় দুইশ ছুঁইছুঁই ও অন্যটি দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছিল। একই ভেন্যুতে খুলনা অবশ্য দুটির কোনোটিই করতে পারেনি। ঢাকা বিভাগের বিপক্ষে ৭ উইকেটে ১৮৬ রান করেছিল। এই রান করেই ১৭ রানে ম্যাচ জিতে নিয়েছে তারা।

৭ বলে ১৭ রানের ক্যামিও খেলা জিয়াউর পরে মিডিয়াম পেস বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। তাতে ঢাকার ইনিংস শেষ হয়েছে ১৬৯ রানের মাথায়। দলকে জিতিয়ে জিয়াউর হয়েছেন ম্যাচসেরা, খুলনা উঠেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৯। ৯ পয়েন্ট সত্ত্বেও নেট রানরেটে এগিয়ে থাকা চট্টগ্রাম বিভাগ শীর্ষে অবস্থান করছে।


সিলেটে খুলনার দুই ওপেনারের মধ্যে ইমরানুজ্জামান ৩৪ ও সৌম্য সরকার ২৪ রান করে দিয়ে গেলে এনামুল হক বিজয় ৩ রানেই বিদায় নেন। দলের সবচেয়ে বড় জুটিটা হয় মোহাম্মদ মিঠুন ও আফিফ হোসেনের মধ্যে। তাদের ৬৮ রানের জুটির পর জিয়াউর ওই ক্যামিও ইনিংস খেলেন।


আরও পড়ুন: জয়ের ‘প্রথম’ সেঞ্চুরিতে উড়ে গেল সিলেট


সর্বোচ্চ ইনিংস খেলা আফিফ ২৪ বলে করেন ৪৫ রান। ৩টি ছয় ও ৪টি চারের মারে ইনিংস সাজান তিনি। ২৮ বলে মিঠুনের ব্যাট থেকে আসে ৪১। ঢাকার হয়ে ৪২ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন তাইবুর রহমান। রিপন মণ্ডল পর ২টি।


রান তাড়া করা ঢাকা মাহিদুল ইসলাম অঙ্কন আউট হওয়া পর্যন্ত ম্যাচে ভালোভাবে টিকে ছিল। অঙ্কন আউট হন ৩৬ বলে ৪৭ রান করে। তখন ৬ উইকেটে ঢাকার দলীয় রান ১৩৩। শেষ পর্যন্ত আর বল ও রানের ব্যবধান গুছিয়ে উঠতে পারেনি তারা। যদিও ৯ বলে সুমন খানের ২১ রানের একটি ক্যামিও ছিল। জিয়াউর ৪ উইকেট নিতে খরচ করেন ২৮ রান।

]]>
সম্পূর্ণ পড়ুন