১৭ বছর আওয়ামী লীগ হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছে: শামিম

৩ সপ্তাহ আগে
বিএনপি কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরাই সংখ্যালঘু সম্প্রদয়ের ওপর বেশি অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তাদের ঘর বাড়ি, ঘের দখল, মাছ লুট, সম্পত্তি দখল করে তাদের ওপর দুঃশাসন চালিয়েছিল।

বুধবার (১১ জুন) বিকেলে দ্বিগরাজ বাজারে মোংলা-রামপাল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তার দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 


সমাবেশে সভাপতিত্ব করেন রামপাল উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র আহ্বায়ক সম্ভু কুন্ডু। 


বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মো. জুলফিকার আলী, রামপাল উপজেরা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র বাগেরহাট জেলা আহ্বায়ক প্রদীপ বসু সন্তু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র বাগেরহাট জেলার সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র মোংলা উপজেলা শাখার আহ্বায়ক গোপাল মন্ডল কালু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র মোংলা পৌর শাখার আহ্বায়ক শচীন রায় প্রমুখ। 

আরও পড়ুন: ড. ইউনূস-তারেকের বৈঠকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটবে: ডা. জাহিদ

অনুষ্ঠানের প্রধান অতিথি আরও বলেন, ‘ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বিশ্বাসী। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রাস্তবায়নে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা হবে। যেখানে দলমত নির্বিশেষে কোনো ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না। এই বাংলাদেশে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করার সুযোগ থাকবে। কেউ কখনও অন্যায়ের শিকার হবে না।’ 


তিনি বলেন, ‘এদেশের সকল ধর্মের লোক আমাদের ভাই ভাই। তাই সকলে মিলেমিশে বসবাস করাই হলো আমাদের সঠিক ধর্ম। যারা নিজেরা বা অন্যান্য মাধ্যমে ধর্ম-বর্ণ বা হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান এসব লোকের ওপর জুলুম-অত্যাচার চালানোর চেষ্টা করবে, আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করব। এছাড়া কেউ যদি ধর্ম নিয়ে গুজব সৃষ্টি করার চেষ্টা করে তাও প্রতিহত করতে হবে।’

মোংলা-রামপাল সহ দেশের শান্তি-শৃঙ্খলায় সবার সহযোগিতা কামনা করেন বিএনপির এ নেতা। 

]]>
সম্পূর্ণ পড়ুন