১৬৪-তেই গুটিয়ে গেল বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
বৃষ্টির কারণে কিংস্টন টেস্টের প্রথম দিনে মাত্র ৩০ ওভার খেলা হয়েছিলো। প্রথম দিনে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি টাইগাররা। ৭১.৫ ওভারে ১৬৪ রানেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সাদমান হোসেন।

দ্বিতীয় দিনের শুরুটাই বাজে হয়েছে বাংলাদেশের জন্য। দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ, ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পরে। ৬৪ রান করে সাদমান আউট হওয়ার পর একে একে বিদায় নিয়েছেন শাহাদাত হোসেন, লিটন দাস এবং জাকের আলী।


আরও পড়ুন: ভারতে সাবেকদের টুর্নামেন্টে তামিম ইকবাল 


এরপর অবশ্য মিরাজ ও তাইজুল মিলে ৪০ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন। এই জুটির কারণেই দেড়শ পার করেছে বাংলাদেশ। মিরাজ ৩৬ রানে আউট হওয়ার আগে ১৬ রানে আউট হন তাইজুল।


এদিন ক্যারিবীয় পেসারদের কোনো মোকাবেলাই করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জেডেন সিলস। ১৫.৫ ওভারে ৫ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার। ৩ উইকেট পেয়েছেন শামার জোসেফ। আর ২ উইকেট পেয়েছেন কেমার রোচ।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭১.৫ ওভারে ১৬৪/১০ (সাদমান ৬৪, মুমিনুল ০, শাহাদাত ২২, লিটন ১, জাকের ১, মিরাজ ৩৬, তাইজুল ১৬, তাসকিন ৮, হাসান ৫*, নাহিদ ০; রোচ ১৫-২-৪৫-২, সিলস ১৫.৫-১০-৫-৪, শামার জোসেফ ১৫-৩-৪৯-৩, আলজারি জোসেফ ১৪-৩-২৯-১, গ্রেভস ৭-২-১৪-০, হজ ৪-০-৯-০, ব্র‍্যাথওয়েট ১-০-১-০)  

]]>
সম্পূর্ণ পড়ুন