বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা ডাকাতের গ্রামে পরিণত করেছিল তাদেরকে এই বিশ্ববিদ্যালয় আর কখনোই গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, একটি দেশের আদর্শকে বিলীন করে আরেকটি দেশের আদর্শ কে এখানে প্রতিষ্ঠার জন্য কয়েক দফায় গণহত্যা চালানো হয়েছে। শাপলা চত্বরে দৃশ্য শুধু লাইভ দেখানোর অপরাধে দিগন্ত টিভিকে বন্ধ করা হলো, পরে ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হলো। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বন্ধ হওয়া সেই মিডিয়াগুলো চালু করে তাদের সেই ক্ষতিপূরণ দেয়া। শাপলা চত্বরে যা হয়েছে সেটি অপারেশন সিকিউর না অপারেশন কিলিং ছিল সেটি। গণহত্যার যারা চূড়ান্ত মদদদাতা তারাও এখন পার পেয়ে যাচ্ছে।
আরও পড়ুন: পাক-ভারত পাল্টাপাল্টি হামলা নিয়ে জামায়াত আমিরের পোস্ট
বাংলাদেশে সংগঠিত প্রত্যেকটি গণহত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত জুলাই যোদ্ধাদের ফিরে যাওয়া যাবে না।
গাছ কাটার জন্য টকশোতে অশ্রু ঝরাতো, কিন্তু আলেমদের রক্তে যারা কোন কথা বলতো না তারা বাংলাদেশে মানবিক না পাশবিক সমাজ তৈরি করতে চেয়েছিল।