১৫ দিনেই হারানো ফোন উদ্ধার করে দিলো এপিবিএন

১ সপ্তাহে আগে
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ইউনিটের কাছে গত ছয় মাসে মোবাইল ফোন হারানো ও চুরি সংক্রান্ত সাড়ে ৫ হাজার সাধারণ ডায়েরির আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৯০০ ফোন উদ্ধারের পর ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে ১২-এপিবিএন।

গত ২৪ মে রাজধানী যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকান থেকে ফোন বিক্রি করতে এসে সে দোকানেরই একটি ফোন চুরি করে পালিয়ে যান একজন। পরে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও সেটি উদ্ধার করতে পারেনি ভুক্তভোগী। অবশেষে ১২ এপিবিএন সাইবার ইউনিটের কাছে এসে ১৫ দিনের মধ্যেই হারানো ফোন বুঝে পান দোকানি।

 

গত ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে থেকে দুশতাধিক মোবাইল চুরি হয়। যার মধ্যে ১০০টির জিডি তদন্তে নেমে এখন পর্যন্ত ১২টি ফোন উদ্ধার করেছে এপিবিএন।

 

আরও পড়ুন: পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

 

১২ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল জানান, ফোন উদ্ধারের সাইবার ইউনিটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং দুটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই দ্রুত কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে ভুলে অন্য নম্বরে টাকা চলে গেলে সেগুলো উদ্ধারেও কাজ করছেন তারা।

 

হারানো ফোন উদ্ধারে অ্যাপল আইডি সংরক্ষণ, ফোনের বক্সে থাকা আইএমইআই নম্বর সংরক্ষণ, ফেইস-ফিঙ্গার লকড ও শক্ত পিন ব্যবহারের পরামর্শ দেন এপিবিএনের এই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন