১৪ বছর পর চেন্নাইয়ের মাঠে জিতল দিল্লি

৩ সপ্তাহ আগে
আইপিএলের তৃতীয় আসর অর্থাৎ ২০১০ সালের আসরে চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল দিল্লি। তখন ফ্র্যাঞ্চাইজিটির নাম এবং মালিকানা প্রতিষ্ঠান ছিল আলাদা। দিল্লি ডেয়ারডেভিলস ছিল ফ্র্যাঞ্চাইজিটির তৎকালীন নাম।

চিদাম্বারামে দিল্লির সেই জয়ের পেরিয়েছে ১৪ বছরেরও বেশি। দিল্লি ফ্র্যাঞ্চাইজি নাম বদলেছে, মাঝে অনুষ্ঠিত হয়েছে ১৪টি আসরও। তবে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিদাম্বারামে জয়ের দেখা পায়নি দিল্লি। অবশেষে ভাঙল সেই গেরো।

 

শনিবার (৫ এপ্রিল) চিদাম্বারামে চেন্নাইকে ২৫ রানে হারিয়ে আসরে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দিল্লি। চেন্নাইয়ের বোলিং সহায়ক উইকেটে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮৩ রান করে দিল্লি। জবাব দিতে নেমে চেন্নাই ১৫৮ রানের বেশি করতে পারেনি।

 

প্রথম ৩ ম্যাচের সবগুলো জিতে এবারের আসরে উড়ছে দিল্লি। অন্যদিকে, চেন্নাইয়ের অবস্থা বেশ শোচনীয়। টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলটি এবারের আসরে ৪ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে। এটি তাদের টানা তৃতীয় হার।  

 

আরও পড়ুন: ব্যাটারের কাছাকাছি উদ্‌যাপনে পাওয়া শাস্তির ডাবল পেলেন দূরে করে

 

রান তাড়ায় কখনোই সুবিধাজনক অবস্থানে ছিল না চেন্নাই। দুই ওপেনার রাচিন রবীন্দ্র (৬ বলে ৩) ও ডেভন কনওয়ে (১৩ বলে ১৪) সাজঘরে ফেরত যাওয়ার পর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও ৪ বলে ৫ রান করে আউট হন।

 

বিজয় শঙ্কর অনেকক্ষণ উইকেটে টিকে থাকলেও রানের চাকা সচল রাখতে পারেননি। ফলে শেষের দিকে রানের চাপ বাড়তে থাকে। সেই বাড়তি চাপের সঙ্গে আর পাল্লা দিয়ে পারেনি চেন্নাই। ৫৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন বিজয়।

 

রান তাড়ায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটার মাহেন্দ্র সিং ধোনিও প্রয়োজনের সময় বেশ মন্থর ইনিংস খেলেছেন। ৮ ওভারের বেশি সময় উইকেটে থাকলেও জয়ের জন্য তেমন কোনো আগ্রাসনই দেখাননি ভারতের সাবেক অধিনায়ক। ২৬ বলে ১ চার ও ছক্কায় ৩০ রান করে মাঠ ছাড়েন তিনি।

 

এদিকে, দিল্লির হয়ে ব্যাট হাতে আজ ঝড় তুলেছেন লোকেশ রাহুল। আইপিএলের মঞ্চে ওপেনার হিসেবে নিজের ৪০ বারের মতো ৫০ পেরুনো ইনিংস আজ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৫১ বলে করেছেন ৭৭ রান। তার ওই এক ইনিংসই বড় ভিত গড়ে দেয় দিল্লির জন্য। অভিষেক পোড়েলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান।

]]>
সম্পূর্ণ পড়ুন