১২১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, পলাতক স্বামী রুবেল মিয়া

৪ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৯৩ হাজার ৮৯০ টাকা ও তিনটি স্মার্টফোনসহ রেজিয়া বেগম (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দেন আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. ইমতিয়াজ মাহমুদ খান।

 

আর পড়ুন: বাল্যবিবাহ বন্ধে অভিযান, বিয়ে বাড়ি থেকে পালালো বর ও কাজী

 

সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কালিসীমা গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদকসহ রেজিয়াকে আটক করা হলেও তার স্বামী রুবেল মিয়া পালিয়ে যায়।

 

আটক রেজিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বাংলাদেশ সেনাবাহিনী।

]]>
সম্পূর্ণ পড়ুন